প্রকাশিত: Sun, Jul 16, 2023 10:58 PM
আপডেট: Wed, Jan 28, 2026 12:39 AM

[১]টিসিবির চাল বিতরণ শেখ হাসিনার সুচিন্তার ফসল: খাদ্যমন্ত্রী

আনিস তপন: [২] দেশব্যাপী তেল, চিনি ও ডালের সঙ্গে জনপ্রতি ৫ কেজি চাল কিনতে পারবেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা। 

[৩] রোববার রাজধানীর উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডে নতুন এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে। 

[৪] এ কর্মসূচিতে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল দেওয়া হবে।  

[৫] একজন কার্ডধারী ২০০ টাকা দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল, ৭০ টাকায় এক কেজি চিনি ও ১৫০ টাকায় ৫ কেজি চাল কিনতে পারবেন। 

[৬] সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে টিসিবির মাধ্যমে সুলভে তেল, ডাল, চিনির মত নিত্যপণ্য সংগ্রহের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কথা ভেবে এর সঙ্গে চাল বিক্রিরও ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।  

[৭] খাদ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে সারা বিশ্বে নিত্যপণ্যের পণ্যের দাম অস্বাভাবিক বাড়ে। এই অবস্থা থেকে দেশের নিম্ন আয়ের মানুষকে সহযোগিতার জন্য এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার।

[৮] খাদ্যমন্ত্রী বলেন, বছরে প্রায় ৩০ লাখ মেট্রকিটন খাদ্যশস্য বিতরণ করা হয়। এর সাথে ১ কোটি টিসিবির কার্ডধারীদের বছরে ৬ লাখ মেট্রিক টন চাল দেওয়া হলে বাজারের ওপর চাপ কমবে-চাল উদ্বৃত্ত থাকবে। 

[৯] তিনি বলেন, টিসিবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। এক সময় এর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবিকে পুনরায় চালু করেন। 

[১০] টিপু মুনশি বলেন, টিসিবির লক্ষ্য এ কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করা। প্রধানমন্ত্রীর নির্দেশেই নিত্যপণ্যের সাথে চাল দেওয়া হচ্ছে যাতে জনসাধারণ উপকৃত হয়। এসময় তিনি টিসিবির কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহবান জানান।

[১২] অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। সম্পাদনা: তারিক আল বান্না